আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৫১ক। গণভোট
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৫১ক। গণভোট

(১) রাষ্ট্রের যেকোনো আইন, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নাগরিক নির্বাচন কমিশনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট গণভোটের জন্য আবেদন করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে,

(ক) তিনি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে নাগরিক হইলে আবেদন করিতে পারিবেন না। 

(খ) অন্য দেশের নাগরিকত্ব বা আনুগত্য ঘোষণা বা স্বীকার ত্যাগ করেছেন পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইলে অথবা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইলে।

(গ) নাগরিকতন্ত্রের কর্মী বা জনপ্রতিনিধির সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ সেবা গ্রহীতা (সরাসরি) নাগরিককে

টিম লিডার বরাবর লিখিত অভিযোগ প্রদান করিতে হইবে এবং অনুলিপি সংরক্ষণ করিতে হইবে। এবং

(ঘ) অভিযোগের তারিখ হইতে পনের কর্ম দিবসের মধ্যে অভিযোগ গ্রাহ্য না হইলে বা সন্তোষজনক প্রত্যুত্তর বা প্রতিকার না হইলে সংশ্লিষ্ট টিমের বিষয়ে নিকটতম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করিতে হইবে, এবং অনুলিপি সংরক্ষণ করিতে হইবে। এবং

‘অভিযোগ গ্রাহ্য বলিতে প্রতিক্রিয়ার বিবরণ লিখিত প্রত্যুত্তরে প্রেরণ করা বুঝাবে’

(ঙ) অভিযোগের তারিখ হইতে পনের কর্ম দিবসের মধ্যে অভিযোগ গ্রাহ্য না হইলে বা সন্তোষজনক প্রত্যুত্তর বা প্রতিকার না হইলে বিভাগ বা মন্ত্রণালয় বরাবর সংক্ষুব্ধ নাগরিককে পূর্বের অভিযোগপত্রসহ সন্তোষজনক প্রতিকার না হওয়ার কারণ বিস্তারিত উল্লেখপূর্বক জবাবদিহিতার আবেদন করিতে হইবে এবং সকল অনুলিপি সংরক্ষণ করিতে হইবে। এবং

(চ) আবেদনের তারিখ হইতে ত্রিশ কর্ম দিবসের মধ্যে জবাব না পাইলে বা সন্তোষজনক জবাব বা প্রতিকার না হইলে, 

(অ) পূর্বের অভিযোগপত্রসহ সন্তোষজনক না হওয়ার কারণ বিস্তারিত উল্লেখপূর্বক আবেদনপত্র, এবং

(আ) জবাবদিহিতার আবেদনপত্রসহ সন্তোষজনক না হওয়ার কারণ বিস্তারিত উল্লেখপূর্বক বিভাগ বা মন্ত্রণালয়ের বিরুদ্ধে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে সংক্ষুব্ধ নাগরিককে নিষ্পত্তির জন্য আবেদন করিতে হইবে।

(ছ) আবেদনের তারিখ হইতে নব্বই কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তি না হইলে বা রায়, ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে, এই দফার (ঘ) উপ দাফায় উল্লিখিত তথ্য ও আবেদনপত্রসহ রায়, ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের অনুলিপি ও সন্তোষজনক না হওয়ার কারণ বিস্তারিত উল্লেখপূর্বক, আপিল বিভাগে পরবর্তী ত্রিশ কর্ম দিবসের মধ্যে বাদী বা বিবাদীকে নিষ্পত্তির জন্য আবেদন করিতে হইবে।

(জ) আবেদনের তারিখ হইতে একশত বিশ দিনের মধ্যে নিষ্পত্তি না হইলে বা আপিল বিভাগের রায়, ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে এই অনুচ্ছেদের (১) দফার (ঘ ও ঙ) উপ-দাফায় উল্লিখিত তথ্য ও আবেদনপত্রসহ আপিল বিভাগের রায়, ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের অনুলিপি ও সন্তোষজনক না হওয়ার কারণ বিস্তারিত উল্লেখপূর্বক বাদী বা বিবাদী ও তাঁর পক্ষে বাংলাদেশের সত্তর শতাংশ ইউনিয়নের বিশ জন করে নাগরিকের সমর্থনে নির্বাচন কমিশনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট আবেদন করা যাইবে।

(৩) জাতীয় পরিচয় পত্রে যাঁদের বয়স আঠার বৎসর হইতে সত্তর বৎসরের মধ্যে তাঁদেরকে নাগরিক বলিয়া বুঝাইবে।

(৪) রাষ্ট্রপতির সম্মতি ও অসম্মতি,

(ক) নির্বাচন কমিশনে আবেদন গৃহীত হইলে পরবর্তী সাত কর্ম দিবসের মধ্যে রাষ্ট্রপতি সম্মতির জন্য প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পরিষদে উত্থাপন করিবেন।

(খ) জাতীয় পরিষদের উত্থাপনের ত্রিশ কর্ম দিবসের মধ্যে,

(অ) জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য লিখিত সম্মতি প্রদান করলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করবেন এবং নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করবেন। অথবা,

(আ) জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য লিখিত অসম্মতি প্রদান করলে রাষ্ট্রপতি সম্মতি প্রদানে বিরত থাকবেন। এবং নির্বাচন কমিশন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের লিখিত অসম্মতিপত্র হইতে প্রতিবেদন আকারে গণমাধ্যমে প্রকাশ করিবেন।

(গ) জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য অসম্মতি প্রকাশ করিলেও রাষ্ট্রপতির কাছে জনস্বার্থে, জাতীয় ঐক্য, ও নাগরিকের আস্থা রক্ষার্থে গণভোটের প্রয়োজনীয়তা প্রতিমান হইলে, তিনি গণভোট অনুষ্ঠানের সম্মতি প্রদান করিতে পারিবেন, এবং সেইজন্য তাঁহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না।

(৫) এই সংবিধানের দ্বিতীয় তফসিলের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হইবে এবং গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি ব্যবস্থা গ্রহণ করিবেন।

(৬) গণভোটে (জনগণের আদালতে) অভিযোগকারী জয়ী হলে, সংসদ আইনের দ্বারা তাঁহার সকল খরচ প্রদান করা হইবে, অভিযুক্ত টিম ও বিভাগ বা মন্ত্রণালয়ের সরাসরি সংশ্লিষ্ট অন্যান্য টিমকে পদ থেকে অপসারণ করা হইবে এবং সংসদ আইনের দ্বারা জরিমানা আরোপ করা হইবে।


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"